যাকে বলছ স্বাধীনতা
গাও হে জয়গান
করো তালি বারবার
মিছেই জয়, জয় গান ।
পদার পণে বীণাপাণি
পশ্চাতে আঘাত
দিব্যতে সত্য চরণ
হংসতে ধর্মরাজ ।


দুলছে পালং, দুলছে শিশু
অট্টালিকা ফরে;
ক্ষুধার চোটে কাঁদছে শিশু
ভারত ভেঙ্গে ভাগ করে ।
ধর্ম বলে লড়াচ্ছে যারে
ধর্ম কি তাদের ডরে ।
সব কুরসি জয় গান
কুরসিই কি তাহলে ?
বেইমান ।
ধর্ম, বর্ণ নয়কো জাতি
জাতীয় মোরা
বজ্জাতি ।।


রচনাকাল -01/08/2020