এক রাশ বেদনা নিয়ে
কাটা শাবকের স্বমুখে দাঁড়িয়ে আছি,
ভবিতব্যর মতন ।
চোখে মুখে একটাই শব্দের
তরঙ্গ ভেসে আসছে;
অন্তরঙ্গের কান্না ।
নৃসংশ ভাবে হত্যা করে
তারাই বেঁচাকেনা হচ্ছে জোর কদমে ।
মানুষ হয়ে গেছে হিংস্র,
মাংস বেঁচাকেনার দক্ষের কারিগর ।


নিস্তব্ধ এই শাবক
পীত অছিলায় কাল কুঠরিতে বন্দি ।
তাদের মুখে ভাষা নেয়
কেউ যেন তাদের কালা জাদু করে রেখেছে,
নিজের প্রয়োজন মিটাতে ।
ছুতা দিয়ে উৎসর্গ করি
দিনের পর দিন তাদের আমরা বলি দিয় ।


তারিখ- 16/04/21
10:00 pm