নখের আঁচড়
      মিরাজ সেখ
তারিখ:10/10/20
সময়:10:00 pm


বাবা !...
            আমি মেয়ে হয়ে জন্মাতে চাইনা ;
            এই সমাজে ।
            আলোর জগৎ চেয়ে ,আমার
            অন্ধকার জগৎই ভালো।    
বাবা ! ....
           আমি জন্মালে;
           এই সমাজের লাল রক্ত চোষা রাক্ষস,
           আমাকেতাড়িয়ে তাড়িয়ে বেড়াবে ।
           টেনে হিঁচড়ে খাবে আমার ঐ
           স্তন,যোনির মাংসপিন্ড ।
           রক্ত ঝরবে, কষ্টে দম বন্ধ হয়ে আসবে;
           আমি পারবনা সহন করিতে ।
বাবা ! ....
            আমি জন্মাতে চায় না ;
           এই ' ভারতবর্ষে '।
            যেখানে ধর্ষকের ছড়াছড়ি
            নেতার অঙ্গুলি হেলনে
            বিচার্য পায়না কোন মা
            উন্নাও,হাথরসে ঘটনার স্বমুখ দাঁড়িয়ে;
            আমি জন্মাতে চায়না, মেয়ে হয়ে ।
বাবা ! .....
             তুমি একবার ওদের বল,
             যার জন্য তারা আলো দেখেছে ;
             এই পৃথিবীতে ।
             তারা কি পারবেনা ?
             মায়ের মান রাখিতে ।
             চারিদিকে ছড়িয়ে আছে পঁচা দুর্গন্ধ,
             রক্তের দাগ ; বস্তায় ভরা অস্থি ।
             মায়ের চোখে ঘুম নেই ;
             এই বুঝি মেয়ে ধরা এসেছে ।
বাবা ! ....
             আমি মেয়ে হয়ে জন্মাতে চায়না ;
             এই ' ভারতবর্ষে ' ।।