সূর্যটা আজও পশ্চিমে অস্ত যায়
বয় পূর্ণিমা রাতে বাতাস
নারী রুপ জন্মানো কষ্টের বেদনা
আজও যায়না;
হৃদয়ে টাঙ্গানো ফ্রেম
ভালো দাম পায়না ।
নারী কি শুধু  অর্থলিন্সা ?
চার দেওয়ালে বদ্ধ এই পরিবেশ
হাজতের কারাগার।
কান্নায় বয়ে যায় পারফিউমের গন্ধ
পুরুষ কখনই দাম দেয় না
নারীকে মনে করে ভোগ বিলাসিতা
শুধু বংশের জন্মের ধারক ।
এখনো কত নারী তার ইচ্ছাকে মাটিতে পুঁতে
বাবার কথায় বসে পড়ে বিয়ের ফিরায়,
অনেচ্ছাকৃতায় ;
সে নিজেও জানেনা তার পরিণাম কি হতে পারে
সে ভাবে এই কঠিন পিঁড়া
একদিন রঙ্গিন ভালোবাসায় ঠিক ভরে আসবে
তাই তাকে বিশ্বাস করে সপে দেয়,
পুরুষ নামক হিংস্র স্বামীর চরণে ।
কিন্তু,
এই স্বামী দুই বছর সাধ, আহ্লাদ পূরণ করে
ধর্ষনের চাদর জড়িয়ে কলঙ্কের কালি লেপে
ছেড়ে চলে যায় অন্য স্থানে;
এরা পুরুষ জাতের কলঙ্ক
তবে সব পুরুষ এক নয়।।


(আমার বনের ক্ষেত্রে এই একই ঘটনা ঘটেছে।
তার কষ্ট অনুধাবন করে এই কবিতা রচনা করলাম)


রচনাকাল -22/11/20
10.00 pm