হে প্রভু ! কেন জন্মালে আমায় ?
জন্মেছি, ত্রিশূলে বিদ্ধ কর
এ জন্ম বাঁচিব তোরে বৃথা
ক্ষমা করো প্রভু, মরীচিকা ।।


স্বার্থ মতি সাধন করে
কেমন পাব ফল ?
বাঁচিব বলে আসিয়াছি জগৎ
বাঁচিব কেমন বল ? ।।


উচু নিচু জাতপাত
ডরাই ভূমি;
শাসায় শাসক, সূলিতে করে বধ ।।


শব্দের আঙ্গিনায় তোলে ঢেউ
মসজিত, মন্দির, গির্জা
নিচু জাতের নেই স্বাধীনতা
প্রতিবাদী স্তব্ধ।।


ভক্তের দরবারে দাঁড়ায় ভিক্ষুক
পূজার সম্মতি নয়;
এঁটো অন্ন পাবে প্রসাদ
দলিত খাবে 'ভাত'  ।।


কর্কের আওয়াজ তোলে
জনসমাজ;
ভেঙ্গে দাও জাতপাত
হোক একটিই ধর্ম
মানব জাতির কর্ম ফল
মানব ধর্ম ।।