ভাবতে অবাক লাগে
যে ইস্কুলের ভয়ে
দেশান্তরী;
পাড়ি দিলাম বিদেশ
কাজের অন্বেষণে ।।


আজ সেই স্কুলেই
কোভিড় 19
কোয়ারেন্টাইন সেন্টার ।।


একদিন প্রতিজ্ঞা
করেছিলাম
এই নন্দন কানন আর স্পর্শ
করিবনা;
পিছন ফিরে দেখিবনা
এই ভূমি ।।


ভাগ্য কোথায় এনেছে;
আজ আমি আক্রান্ত
কোভিড় 19  ।।


সেই স্কুলেরই
ছাদের তলায়
জীবন মরণ
যুদ্ধে আজ শতরঞ্চ
খেলছি ।।


সেদিন যদি বাবার
আদেশ মান্যতা দিতাম
আজ ওদের মতন
আমিও হয়ত;
শিক্ষক বা ডাক্তার হতে
পারতাম  ।।


সকলের কাছে
আজ আমি
পরিযায়ী শ্রমিক
নামাঙ্কিত হল মোর
করোনা ।।


রচনাকাল -22/08/2020
8:32 pm