যৌবতি চলে রাজ পথে, হেলিয়া দুলিয়া
মেলিয়া ধরে ডানা বক্ষ পথ
শর্ট ফিট চুসপার বস্ত্র পরিধান
রাস্তায় ডাস্টবিন দাঁড়ায় দাড়কাক ।


আত্ম ভোলা অহংকার পাচরাই জল
বাজরার বনের পাশে নিরালা কুটির
বক্ষ খনন করে রক্তচুষি
নৃশংসক পুরুষত্ব, বলে আমি বীর।


যুবতী দামিনী একা তোলে ফণা
দংশায় তারে, বিষ বিহীন নেয়ুল
মরে বারে বারে।


অনন্ত কুটির পর সৎ গমন দুই পায়
ব্যাথাটা অন্তগেছে মৃত্যুপুরী
অন্তবাস ভাঙ্গে রক্ত
যৌবতি যৌবন লুটায় গেছে অনন্ত গমন।


দুঃখে ভরা শিয়াল, ডাকে যৌবতির পাস
মৃত বর দেবে দানব রাজ দরবার
নেতারা করে রাজনীতি, প্রতিশ্রুতির আঁশডাক ।
হে বিনয়......
অপরাধীর সাজা দিও চিতায় ।।


রচনাকাল-16/11/20