কাস্তেটা দিয়েছ কি সায়ানে
দুষ্ট প্রতাপ ডাকিবে সদায়
ফসল কাটিতে;
ক্রীতদাস মরে গরীবের স্থলে
অনাহারী গরীব দিন মঞ্জুর
কাটে পেট, চায় দুটি রুটি
মরিবার ছলে মরে কত অনাথ গরীব ।।


গরীবের রক্ত মৃষ্ট
ধনী চোষে গরীবের রক্ত
আদিকাল হতে চলে আসছে
গরীবের কাঁধে হাল টানে
ঘোরায় ঘানির চাকা
ধনী মারে চাবুক
পেষে তিল খাসা ।।


রচনাকাল - 24/11/2020
10:00 pm