জুতাবদল
মিরাজ সেখ
তারিখ:12/07/20
সময়:9:00pm


রোজ ছিল জুতাখানা
তবে আজ কেন শূণ্যি ।
পায়ে পড়িলে আওয়াজ করে
ক্যাঁচর ও ফুঁস্যি ;
পরে বুঝি এ জুতা ভুল্লি ।
কে নিল ! তবে কি ?
জুতা চোর ।
খোঁজ খোঁজ
না হলে নালিশ দেব
আজই ।
জুতা যেন পাওয়া যায়
নয়লে কর্নে আওয়াজ যাবে
কাজীর ।
সবুজ রঙ্গের জুতা আমার
রাখা ছিল এক পাশে
নামাজ শেষে দেখি
জুতা নেয় ;
পরে আছে ভূষে ।
খোঁজ খোঁজ করে বাচ্চা
পাছিল এসে ;
পাদুকা আছে মোর
রফিক নানুর চরণে ।
ডাক ওনাকে
সালিশি সভায়
আমার জুতা তোমার চরণে
ঢুকলো কেমনি করে
তাহলে কি নিয়ে গেছ ?
বগলের ফরে ।
মশাই সত্যটা কি ?
সকলের জানা চায় খুল্লি
নচেৎ শূলীতে দেব
জল্লাদকে ডাকা চায়
আজই ।
ছি ছি ছি এমনি কাজ
কেউ কি করে চুল্লি ;
ঘটন অঘটন ঘটেছে
তার পরেও যা সাজা দিও
নত করি মোর শির ধার্য । ।