খোকন সোনা রাগ করে না
একটুখানি খেয়ে যাও না
এই যে দেখ মজার খাবার
আরও আছে খেলনা।
তুমি আমার নয়ন মণি
তুমি আশার আলো
তোমায় পেয়ে জীবন আমার
যেন ধন্য হলো।


খোকন সোনা রাগ করে না
একটুখানি খেয়ে যাও না
খাবার যখন শেষ হবে
পরী এসে টিপ পড়াবে
আমার খোকা চুমু খাবে
চুমু খেয়ে ঘুমিয়ে যাবে।


ঘুমিয়ে দেখবে রঙ্গীন ভুবন
পঙ্খিরাজে চড়ে খোকা
যাবে পরীর দেশে
সেখান থেকে ঘুরে ফিরে
আসবে আবার দেশে।


চাঁদের দেশে যাবে খোকা
দেখবে চাঁদ তারা
চন্দ্র সূর্য দেখে তোমায় হবে দিশেহারা
বলবে সবাই তোমার মত
কেউতো হবে না
তুমি আমার নয়ন মণি,
তুমিই লক্ষ্মীসোনা।