যন্ত্রণা তুমি দেবে কত
বাঁচতে চেয়েছিলাম ভালমত
স্বপ্ন আমার সব ধূসর হলো
সব কিছুই যেন এলোমেলো
জানি না কি হতে কি হলো।


কত স্বপ্ন ছিল চোখে
কত আশা বাঁধা এ বুকে
জানি না কেন এমন হলো
এক ঝড় এসে সব ভেঙে দিল
হলো না কিছুই মনের মত।


স্মৃতির পাখিরা সব যায় উড়ে
যা ছিল মনের আকাশ জুড়ে
পাব না কিছু আর ফিরে
যা ছিল এই মনের দ্বারে
হারিয়ে গেল সব ক্রমাগত।


জীবনের সব ভাবনাগুলো
এক নিমিষেই হারিয়ে গেল
বেদনা বিধুর এই মন এখন
নি:শঙ্গ থাকে সারাক্ষণ
বেচেঁ আছি নিয়ে একাকিত্ব।