দুনিয়াতে সুখের আশায়
গড়েছ দালান ঘর,
মৃত্যু যেদিন আসবে তোমার
সবই হবে পর।


টাকার নেশায় ছিলে মগ্ন
করোনি রবের ইবাদাত,
সম্পদের পাহাড় গড়ে-
ভেবেছো করেছি বাজিমাত।


সঠিকভাবে যাকাত দাওনি
পড়োনি ওয়াক্ত সহিত নামাজ,
রমাদান এলে রোযা রাখোনি
করেছো দুনিয়াবি শত কাজ।


ক্ষণিকের এই ধরণীতে;
চলোনি রাসূলের দেখানো পথে,
আল্লাহকে কখনও করোনি ভয়
জড়িয়ে ছিলে পাপের সাথে।


আধুনিকতার নামে তুমি
মেতেছিলে অশ্লীলতায়,
চাওয়া-পাওয়ার হিসেব কষে-
ছুটেছিলে দুনিয়াবি সফলতায়।


পরকালের শুরু আছে
নেইতো কোন শেষ,
ঈমান ও আমল নিয়ে গেলে
পাবে আরাম-আয়েশ।