আমি বসে আছি , সামনে টেবিল ,
পশ্চাতে খাট - পালং
পিছনে বালিশ ,
সম্মুখে - বইপত্র আছে ।
একটু ক্লান্ত হলেই গা এলিয়ে দেয়ার জন্য
বিছানাও প্রস্তুত হয়ে আছে ।


আমি কেদারায় বসে আছি ।
সামনে বত্রিশ , পিছনে ছয়খানা—
বই পড়ে আছে ।
কিন্তু,সেদিকে আমার একটুও মনোযোগ নেই!                


পিছনের বইগুলো খোলা ,
   এলোমেলো হয়ে পড়ে আছে ।
টেবিলেও দুটো বই –
                 আমার দিকে চেয়ে আছে ।
কিন্তু আমি, ওদের দিকে তাকিয়ে নেই ।


আমি শুধু খাতা নোংরা করেই চলছি।
যা কিছু আশে পাশের গ্রন্থে লেখা নেই –
  সেগুলো লিখছি।


না কোন প্রশ্নের উত্তর করছি !
না কোনো অংক কষছি !


বরং বইগুলো সাজিয়ে রেখে–
    বিরাট রহস্যের জন্ম দিয়েছি।


কবিতার ধরন: গদ্য কবিতা