দূরের ঐ মনি মসজিদের মিনারে ,
সুমধুর আজানের ধ্বনি শোনা যায় ।
কৃষ্ণ গগনে শুভ্র ঝলক দেখা যায়
পক্ষীকুল গাছের কান্ডের অগ্রভাগে,
সুদর্শন মোরগেরা টিনের উপরে,
কলরব করে আর গান গেয়ে যায়।
গগন পবন যেন প্রাণ ফিরে পায়।।
সে ঘুম চেপে দেয় যাতে বান্দা না জাগে।


বান্দার দিলে খোদাভীতি ও প্রেম ভাবে,
নিদ ভেঙে যায় আর লাফ দিয়ে উঠে।
দৈব আলো জ্বলে তার দেহ অবয়বে।
শয়তানের সর্বাঙ্গে অগ্নি জ্বলে ওঠে।
বান্দাকে ছেড়ে কোথায় যেন যায় চলে ,
হয়তো কারো নামাজ টুটাবে কৌশলে।


ছন্দ: অক্ষরবৃত্ত(১৪ মাত্রা)
অন্তমিল: কখখগ কখখগ ঘঙঘঙ চচ