পৌঁছে গেছি পরীক্ষার দুয়ারে,
পড়াশোনা মনে না জুয়ায়রে।
কিসের পরীক্ষা কিসের পরীক্ষার পড়া?
মন তো বোঝেনা রে,
পড়তে চায় না রে ,
হয়তো পরীক্ষায় পড়বো ধরা ।
পাব আলস্যের ফল
ফেলব চোখের জল।
হলো না জীবন গড়া ।


হয়তো নেমে পড়বো মাঠে ,
বেঁধে নিয়ে ঘোড়া ।
কাটবো ঘোড়ার ঘাস ,
সঙ্গে নিব খোরা।


হয়তো চলে যাব অরণ্যে,
সাথে নিয়ে বই ‌
পড়বো নিশিদিন ,
খাব শুধু খই ।


হয়তো চলে যাব নদীর ধারে,
মাছের খোঁজে যাব বকচরে,
সেথায় বানাবো কুঁড়েঘর ,
শুরু করবো ধরপাকড়।


হয়তো চলে যাব মরুদ্যানে
যেথায় শুয়ে আছে হযরত।
থাকবো নববীতে নবিজির পাশে,
তব থাকতে নিরাপদ।


হয়তো চলে যাব
জমজমের কাছে ।
যেথায় আছে আল্লাহর ঘর ।
বসিব কাবার পাশে ,হাতিমের মাঝে,
এলিয়ে দেব এ ধর।


এভাবেই ফুরাবে জীবন প্রদীপ,
চলে যেতে হবে কবরে।
সেথায় করবো কি?
সেটা তো জানিনারে ।
সেথায় পাব শান্তি না অশান্তি?
জিগাই মোর খোদারে ,
জানিয়ে দাও না মোরে ।
মাফ করে দিয়ে মোর ভ্রান্তি।


*প্রেক্ষাপট: দাখিল পরীক্ষা ২০২২