আমি বন্দি লোহার জিঞ্জিরে।
কেহ-বা আবদ্ধ পোড়ামাটির ঘরে ।
নিচে নামাও,কাঁদি মানবের তরে ।
জন্ম আমার টিস্যুর ভিতরে ।


কিছুদিন বাদে কাটল মাথা , ভাঙল আমার ডাল ৷
কাটা মাথায় জুড়িয়ে দিল অন্য গাছের ফাল ।
যেই না আমি বাহির করি কচি কচি শাখা ।
অমনি তারা ছিঁড়ে ফেলে সেই ডালেরই মাথা ।
যেই না আমি ফুটিয়ে দেই ছোট ছোট কলি ৷
অমনি তারা ভেঙে দেয় বয়স হয়নি বলি ।


যখন আমার ফল পাকিল ,পাতার ফাকে ফাকে ৷
  তখন তারা বাধল আমায় ,মশারি আর জালে ।
  যখন আমার ফল থাকিত,তখন ছিলাম ভালো ।
  যখন আমার ফল ফুরালো ,তখন হলাম কালো । মাটির উপর ছিল ওরা , ঢুকল মাটির ভিতর ।
  কাটলো শাখা , কাটলো ফল , ছিঁড়ল কত শিকড় ।


এভাবেই আমি পার করি দিন , বুড়ো হব একদিন ।
ওরা মারবে কুড়াল,মারবে শাবল,চলে যাব সেইদিন।


যাবার আগে , কাঁদব আমি , বলব সবারে ।
বন্যেরা  সুন্দর থাকে জঙ্গলে ।
শিশুরা মায়ের আচলে ।
গাছেরা প্রকৃতির কোলে ,
নহে দালানের ছাদে।