বিকলাঙ্গ যে মন,
তোমার স্নিগ্ধ পরশে, তুমি যে পাখা ধার দিয়েছিলে,
সেই পাখা নিয়ে আমি আজ ভিন্ন পথের পথিক |
অবসরে খুব কাছে পেতে চায় তাকে,
মনে হয় আরো কিছুটা দূর এগিয়ে বোধয় পাবো তাকে,
এক এক করে ভাবনার সাঁকো পার হই,
সারা শরীর মাছরাঙা রঙে রেঙে ওঠে |
একদিন ইট পাঠকেলের আঘাতে চোখের পরকলা চৌচির হয়েছিল,
সেই কাঁচ ভাঙা চোখ আজ শুধুই তোমার রং খুঁজে পায়,
তোমার ছোঁয়ায়, আজ সেই পথের চারিধারে জোনাকিরা আলো জ্বালে রাতে,
আর আমার মন তোমার কথা ভেবে ভেবে হারিয়ে যায় |
একাকী সমুদ্রতটে বসলে, ঝাউপাতা যেন তোমার আগমনীর সানাই হয়ে বাজে,
আজকাল রাতে, হাওয়া অনেক কিছু বলে যায়, বুঝি তোমার বার্তা বয়ে আনে,
চোখ খুললেই বিস্তারিত আকাশে ছায়া পথ দেখি,শত তারা জ্বলে,
ছায়া পথের চারিধারে |
সে যেন তোমার অলংকারের মনি মুক্ত ঝরা আলোর বিচ্ছুরণ |
আমার আকুল মন,
ধানসিঁড়ি আর মেঘ ভেঙে বারবার যেতে চায় তোমার কোলে,
আমি এলে, বরণ কোরো বারংবার আমায় |
অপূর্ব সুন্দর প্রেমের কাব্য কথন। শুভকামনা অবিরত প্রিয় কবি।
বরন করুক প্রিয় হে আপনাকে।
সত্যি দারুন প্রকাশ কবি
অপূর্ব!
খুব ভাল লাগলো।
শুভেচ্ছা একরাশ আপনার জন্য।
নিরাপদ থাকুন পরিবার পরিজন নিয়ে এই কামনা।