সাঁঝের আলোর ক্ষনিকের মিষ্ট চালাকিতে,
বিহঙ্গ পাখির শরীরে বিঁধেছিল, বালুঝড়ের তীক্ষ্ণ বান |


আজ সাগরের সাহচর্যে, শরীরে পেরেক বিঁধবে না কোনোদিন,
ঢেউয়ের খাঁজের অন্ধকারে সে সুখ লুকিয়ে থাকে,
প্রেরিকাহীন সেই সুখের ঠিকানার খোঁজ পেয়েছি আজ |