যাহাকে তুমি পাগল দেখিবার তরে দিন গুনীতেছ,
সে তো পূর্ব জনমেই তোমাতে ধরা পড়িয়াছে,
পাগল হইয়াই জীবনের ধ্রুবতারা বানাইয়াছে তোমায়,
নাবিক আমার জাহাজ, আজ স্থির সমুদ্র বক্ষে,
উজান-ভাটা আর পালের বাতাসের সমতায় ।
আমায় কুলে ফেরাইতে তাই, তুমি প্রকাশিত থাকিও উত্তরের আকাশে ততদিন,
যতদিন না আমার চোখের জলের সাগরে অজানা চড়া পড়ে,
আমায় সেই অস্থায়ী গন্তব্যে রাখিয়া, সেদিন তুমি যাইও তোমার ঠিকানা খুঁজিতে ।