সোনার পাতার চাদর দিয়ে
বানিয়েছিলাম একটি কুড়ে
তোমায় নিয়ে বাঁধবো সে ঘর শুধুই যে একান্তে |


ঝিরি ঝিরি দক্ষিণ বাতাস
দিয়েছিল সুখের সুহাস
তোমার হাতে হাত রেখে তাই স্বপ্ন ছিল দিনান্তে |


ভরা সুখের পূর্ণিমাতে
তোমার আমার মন যে মাতে
আবেশ ভরা মিলন সুখে, তব আঁখি পায়নি সেদিন, আগাম ঝড়ের আভাস |


তাইতো আজি মাঝ দরিয়ায়
তোমায় বিনা আকুল হিয়ায়
দুঃখের স্বপন ভেবেই আমার, জীবন তরীর নোঙ্গর ফেলার, ছোট্ট যে এক প্রয়াস |


কুলের মায়া ভুলে আমি
একটু করে প্রহর গুণী
কবে এবার সূচিত হবে, এই জীবনের শেষ |


অনেক দূরে থেকেও সদা
দিলাম তোমায় প্রাণের সুধা,
তোমার জীবন সূর্য এবার
উঠুক জেগে ফির বারেবার,
নিয়ে আমার একলা প্রেমের সেই পুরোনো রেশ |