তুমি বল, রোদ্দুর তোমার খুব ভালোলাগে,
কিন্তু গাছের পাতায় রোদের ঝিকিমিকি দেখেলেই
তুমি একটা ছায়ার খোঁজ করো,
পাছে সোনা রোদ্দুর তোমায় পুড়িয়ে কয়লা করে দেয় |
তোমার মুখেই শুনেছি, বৃষ্টি তোমার খুব প্রিয়,
কিন্তু তোমার গায়ে এক দুটো বৃষ্টির ফোটা পড়লেই
ছাতা মেলে ধরো, বৃষ্টি ভেজা শরীর নাকি তোমার ভালো লাগে না |
মৃদুমন্দ বাতাস নাকি নতুন স্বপ্ন বয়ে আনে সবার জন্যে,
কিন্তু একটু বাতাস বইলেই, তুমি তোমার ঘরের সব জানালা বন্ধ করে দাও |
আমার বড়ো ভয় হয় আজকাল এসব ভেবে,
মন আতঙ্কিত হয় তোমার ভালোলাগার কথা শুনে,
যখন মনে পড়ে, যে তুমিই তো একদিন বলেছিলে
"আমাকে ভালোবাসতে নাকি তোমার খুব ভালোলাগে"