স্বপ্ন দেখবোই তোমাকে নিয়ে রোজ  
বাঁচার তাগিদে
তোমার স্বপ্ন দেখেই পার হয়ে যাবো জীবনের অনেক লম্বা লম্বা সেতু |


তুমি হারিয়ে গেলে,
স্বপ্ন যেদিন, মনকে মন খুঁজতে শেখাবে আবার,
সেদিন স্বপ্নে পাওয়া আয়নায় দেখবো তোমায় পুনঃপুনঃ |


স্বপ্ন, তোমায় ফিরিয়ে দিলে,
তোমাকে পাওয়ার রঙে রাঙিয়ে নেবো আমার আঁধার রজনী,
অনেক দূরে থেকেও সেদিন তুমি আমার হৃদয়ে সাঁঝের প্রদীপ জ্বেলে দিও,
তোমায় স্বপ্নে পেয়েই আমি আমাকে বিজয়ী ঘোষিত করবো,
আর সেই জয়ের জোয়ারে ভাসিয়ে দেব আমার বাস্তবের দুঃস্বপ্নকে |


দূরে দাঁড়িয়ে অনুভব কোরো তুমি সেদিন,
আমার মিছে বাঁচার তাগিদ |
সব ঘাটের বাঁধন কাটিয়ে, নাও ভাসাবো আমি
তোমার জয়ের পরশে, হারানো সম্রাজ্য পুনরুদ্ধারে |