আমার বনলতা সেন,
আমার দুঃখ বিলাসিতা, রাগ, অনুরাগ, ভালোবাসা,
আমার অন্তরালে, জীবন স্রোতের ওপারে, ম্লান থেকে ম্লানতর ক্রমশ |
যাকে নিয়ে আকাশচুম্বী ইমারত তৈরির স্বপ্ন ছিল,
সে আজ মিথ্যে জীবন যন্ত্রণার সোচ্চার বাণীতে প্রকট,
তবুও স্মৃতির পাতায় একটাই নাম,
প্রতিটি রাত আজও যাকে খোঁজে, উষ্ণতার আশায়;
আমার প্রতিটি ঝলমল দিনের শুরুর আকাশ
যাকে না পেয়ে থমকে গিয়ে ব্যাথার বাদলে ভরে,
পৃথিবীর নিষ্ঠুরতার আঘাতে সেই স্মৃতি নির্বাসনে,
সময়ের সুরভী ঘড়ির কাটা পক্ষাঘাতে আক্রান্ত,
করুন ঘড়ির ভাঙা যন্ত্রাংশের চিৎকার |
তোমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে,
আমার কোমল হৃদয় আজ বরফ |
আমার বুকে অনেক সাহস আজ,
তোমাকে ছাড়াই তো আজ তাই বেঁচে আছি |
সেদিনের বেদনা আজ শুকনো রক্ত হয়ে জীবনের পেয়ালায়;
জীবনের মায়া, আমার সবথেকে মূল্যবান যা পার্থিব, তা তোমার কাছে |
উড়তে গিয়ে, সঙ্গে নিও তাকে |
সবাই জানে, কিন্তু তুমি কেন জানোনা সব মরুই একদিন সাগর ছিল?
ভালো আছি, ভালো থেকো ...