তুমি অনেক দূরে
তাই আজকাল রঙিন গোধূলি ফাঁকি দেয় আমায়
ঝুপ করেই একেবারে সন্ধে ঘনায়
রাত থমকে যায় |
ব্যাথার বাদলে ভরে আমার রজনী মন-গগন
সমস্ত লেখনী ঝাপসা করে দেয় |
তারপর প্রভাতী ঝোড়ো হাওয়া মেঘ সরিয়ে নিয়ে গেলেও,
আমার ব্যাথাটুকু রয়ে যায়, তোমার বাবধানের রসদ জুগিয়ে |
মুক আমি একলাই রই, অফুরন্ত না বলা কথা বুকে নিয়ে |


জীবন তরী বাইতে হয় ভিন্ন খেয়ায়, অভিন্ন জীবন-নদে
তাই ঢেউ এর করুনা প্রাপ্তির আশায় দিন গুণী
এই বুঝি, জীবন তরঙ্গ তোমার কিছু মধুর পরশ ভিক্ষা দেবে আমাকে |