কেউ কথা রাখেনি!
রাত ও ভোরের সন্ধিক্ষণে মানুষ স্বপ্ন দেখে,
তা নাকি বাস্তব?
কত রাত অতিবাহিত করেছি,
সকাল হবার আশায়, হাজার স্বপ্ন দেখে।
পুড়ে গেছি ভোরের আলোয়,
দুপুরের প্রখর উত্তাপ আজ তাই আর জ্বালায় না।
রাত গভীর হলে মনের ক্ষুদা বাড়ে।
আহত ঠোঁট, আমার পিপাসু কণ্ঠ আর নিঃস্ব বক্ষ,
অনাদ্রোতা, মরীচিকা আর মিথ্যা আস্ফালন ছাড়া কিছুই পায় না।
তাই এসবের মাঝে, আমার চাওয়া পাওয়ার মৃত্যুর অপেক্ষায় দিন গুণি,
কবে আমি আবার নতুন হবো তোমার কাছে?