জয়ের জোয়ারে তুচ্ছ লতা-পাতা ভেসে যায়,
বৃহৎ মহীরুহে আঁকড়ে থাকাটা শিকড় হীন অতীত,
সেই মূল চিরকাল অগভীর হয় |
তাই আজ সে আশ্রয়হীন |
বাঁচাটা জরুরি ছিল তাই, আত্মবিনোদন |
জোয়ারের পলি মাটি উর্বর, তা সবার |
কর্দমাক্ত ঘোলা পলিতে, অনির্দিষ্ট বার মোচড়ের পর,
অযাচিত ঝোপে আটকে গিয়ে, লতার পাতায় শ্যামলতা |
করুন চোখে জোসৎনা ভিক্ষা পেয়ে,
আজ উজ্জ্বল ত্বকের আড়ালে
থেতলে থাকা মাংস পেশীর গোপন ব্যাথার মতো গোপনীয় তার সবকিছু |