শীত শেষের পথে
সহসা অপরিচিত সেই শুস্কতাটা যেন মানতে চাইছে না ত্বক
তোমার প্রবল টান আর আকর্ষণে সারা শরীরের আবরণ আজ বড়োই নিষ্পেষিত
ধীরে ধীরে ফুটে উঠতে চাইছে তোমার অভিমানী নখের আঁচড়
অনেক কষ্ঠে লুকিয়ে রেখেছি, বসন্তের আগমনের আশায় |
শীত আজ বড়ো বেইমানি
বসন্তকে নিয়ে ফাঁদ পেতেছে
আমাকে বোকা বানাবে বলে |
বসন্ত চরম সহিষ্ণু,
আর আমিও তাই আজ অগ্নি পরীক্ষায় |
কৃষ্ণচূড়ার রঙের বন্যায় আমি ভাসতে চাইলেও
বসন্তের ঘন্টা জানিয়ে গেলো তুমি নেই |
কিন্তু বসন্ত কি জানে কৃষ্ণচূড়ার ক্ষমতা ?
কেউ তা জানবে না কোনোদিন |
কৃষ্ণচূড়া হয়তো নিজেও জানে না তা |
সুন্দর রূপক কবিতা। ভাবনা গভীরে ।
শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।
বেশ সুন্দর কবিতা, শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় কবির প্রতি।
সুন্দর রূপক কবিতা। বসন্ত এসেছে অথচ সে নেই- খুব সুন্দর করে না পাওয়ার কথা বললেন কবি। শুভেচ্ছা রইলো।
সুন্দর লিখনিতে মুগ্ধ হলাম,,,শুভেচ্ছা সতত প্রিয় কবি,,