ভালোবাসার বয়স হয়না,
ভালোবাসাই ক্ষনিকের মুহূর্তকে মহাজাগতিক বছরে রূপান্তরিত করে |


যে সমাজ,
কারো ভারী মাথাকে অন্যের কাঁধে রেখে হালকা হতে বাঁধা দেয়,
কারো ভঙ্গুর হৃদয়কে একত্রিত করার হাতকে শিকল দিয়ে বেঁধে রাখে,
সেই সমাজ তো কারাগার, বেরোতে হবে, ভাঙতে হবে কারাগারের লৌহকপাট |


ভালোবাসা প্রাণের সঞ্চার করে মাতৃগর্ভে,
চলতে শেখায় শিশুকে |
ভালোবাসা জীবনীশক্তি যোগায় যুবকের,
বাঁচতে শেখায়, ছোট্ট গৃহকোণ হয়ে ওঠে রঙিন পৃথিবী |


নাইবা হলো ছোঁয়া তোমায়,
নব জন্মের সাঁকো পার হয়ে যাবো তোমারি আবেশে |
এ জনমে, প্রতি রাতে, স্বপ্নে পাবো তোমায়,
সূচিত করবো, তুমি হিনা জীবনের এক একটি দিনের উপসংহার |


অজস্র ধন্যবাদ ধরিত্রীর অবাক সৃষ্টিকে, বেঁচে থাকুক এই অধরা অনুভূতি,
বয়ে আনুক নতুন নতুন প্রাণ-রসদ ডালি প্রতি প্রভাতে |


যমরাজের মৃত্যুবান তাই ফলহীন, বাস্তবের হানাহানির রণক্ষেত্রে,
আমি ভীষ্ম কলিযুগের,
ইচ্ছামৃত্যুর ঘোষণা তাই তোমার হাতেই দিলাম আজ |
ইচ্ছে হলে অমর কোরো আমায় ,
তোমার নতুন হবার তাড়নায় |