কালস্রোত এসে মধুর কালকে কলুষিত করে বার বার ;
ঝুপ করে ডিঙিয়ে পার হই ভালোলাগা গুলোকে,
মরীচিকার মিথ্যে প্রলোভনে |
প্রবল মরুঝড় এসে মুছে দেয় বিগত পদচিহ্ন গুলোকে |
পিছু ফেরার প্রবল চেষ্টায়,
মরু-নাবিকের সন্ধানে আজ
উপড়ে ফেলতে চায় নোঙ্গরের বন্ধন ;
অনেকটা আশায় আর একটু পেছনে গেলে
মনে হয়,
নোঙ্গরের কাঁটায় চুরি গেছে ভালোবাসার উদগ্র প্রাণ |