আমার ভালোবাসার দুর্দিনে
ফিকে অভিনয়ে ঢাকি, ডুকরে ওঠা বেদনা ।
কুঁকড়ে যাওয়া বিছানায় চাঁদের আলো হাসে
নিরেট দেয়ালের একপাশে শুয়ে ভাবি, নিদ্রা দেবীর আগমনী,
এই বুঝি ঠান্ডা বাতাস হয়ে তুমি আসবে আমার ঘুম নিয়ে ।
অযাচিত আমায় সবাই ঘৃণা করে,
আমার অপবিত্র মনকে শেষমেষ আমিই পূজা করি,
সেই নোংরা ঠাকুর ঘরে, ঘুমহীনতার আসনে বসে ।
উদ্বায়ী কর্পূর তাই বার বার উবে যায়, আমার অপবিত্র মনের ছোঁয়ায় ।