এতোদিন আমার শক্তিঘর ভরা ছিল, কালো জীবাশ্ম-জ্বালানি
দ্রুত তার উত্তাপে আসতো আলোর বিকিরণ আর উজ্জ্বলতা |
কিন্তু ক্ষতিকর ধোঁয়ায়, পঞ্চ ইন্দ্রিয় কর্কট রোগে আক্রান্তের পথে
সবুজ শক্তির খোঁজে মরিয়া আমি |


কে জানে? হয়তো অপ্রচলিত শক্তি-রসদ তুমি
বিস্তৃত উৎস তোমার, তাই বিস্তৃত আমার বাঁচার পরিসর ও
আমি থেমে গেলে, তোমার সবিরাম প্রয়াস,
আমাকে বারংবার বাঁচিয়ে তোলার |


রবি, পবনের রোমাঞ্চিত সংমিশ্রণ তুমি
আমার অপ্রচলিত শক্তি ঘর |
তোমার আলোয় উজ্জ্বল সবাই
কিন্তু তোমার শক্তি তরঙ্গ শুধুই আমার শরীরে বাঁধা পায়,
সে তো আমার কার্য অপেক্ষপ বৃদ্ধি বস্তুত |


তখন তুমি নিও আমার শীতল ছায়ার পরশ |


তোমার দিনের বিকিরণ ফ্যাকাসে হয়ে এলে,
তাই আজ আমার জীবনী শক্তি চুরি যায় না,
ঝোড়ো হওয়া হয়ে তোমার অবাধ প্রবেশ, আমার রাতের ঘরে, সবার অলক্ষে
আমার শরীরের সমস্ত গরল, বাস্প হয়ে উড়ে যায় তখন,
বাস্প-মেঘ, বর্ষা রানী হয়ে এসে ভিজিয়ে দেয়, তোমায়-আমায় |