এক একটা দিন অতিবাহিত হলে পৃথিবীর বয়স বাড়ে,
আর মানুষের বাড়ে বিচরণের পরিসর,
দিনে দিনে তোমারও পরিসর বাড়বে,
এক একটা নতুন জগৎ হবে সবার,
সেটাই তো স্বাভাবিক,
আমি আমার ক্ষুদ্র পরিসরেই খুশি,
বড়ো হতে আমার খুব ভয় লাগে |
কিন্তু আমার এই ছোট গন্ডিতে তোমায় বেঁধে রেখে,
আমি হীনমন্নতায় ভুগতে পারবোনা,
আমার বিচরণ ক্ষেত্র তো শুধুমাত্র ওই প্রেম-ভালোবাসায় ই সীমাবদ্ধ |
শুধু আমি পুরোনো হয়ে গেলে,
তুমি ই সর্বাগ্রে নতুন হতে বোলো আমায় ,
তোমার ওই দুটি মিষ্টি শব্দ,
আমার প্রবীণতাকে ছাপিয়ে সেদিন পুনঃ নবীন করবে আমায় |
================================================
কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ, আমি আর আমার এক দিদির গাওয়া, শুনবেন, https://www.youtube.com/watch?v=Ezbcst9pOZ4
Excellent.
খুবই সুন্দর লেখনী প্রিয় কবি ।
শুভকামনা রইল ।
অপূর্ব সুন্দর লেখনী। শুভকামনা চিরন্তন প্রিয় কবি।
অনবদ্য শ্রাদ্ধার্ঘ্য।
ভারী সুন্দর রূপক কবিতা ।
শুভেচ্ছা রইল কবি বন্ধু।
সুন্দর রূপক কবিতা
ভাবনা আসে মনে, দুঃখে ও শোকে ,
বৃষ্টি রূপে জল ঝরে, কালো মেঘে ।
কাব্যে, সত্যের পরিচয় ।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয়কবি ,
ভালো থাকুন, সুস্থ্য থাকুন সবসময় ।
রূপকের আড়ালে সুন্দর ভাবনার প্রকাশ।
ভালো থাকুন প্রিয় কবি।অনািল শুভেচ্ছা রইল।
thik bolechen.. bhalo laglo.. bhalo thakun
ভালবাসায় অবেলার রোদ্দুর বাঁচিয়ে রাখে;
প্রানের স্পন্দন।
ভালবাসার সজীব মনকে ভালবাসায় সিক্ত রাখে।
সুন্দর হয়েছে কবিতা। কবিকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়