ঝরে যাওয়া শিউলির সুবাস তো সদ্য প্রস্ফুটিতের চেয়ে কম নয়,
লোভী পৃথিবী তার কাছথেকে সব নিতে নিতে সে আজ নিঃস্ব,
তবুও দেওয়ার ক্ষমতা তার অসীম,
প্রাণ স্বল্পায়ু, ব্যাথায় ধুকপুকে হৃদয় তার |
অপরাধ সে শুধু পুরোনো,
এসব জেনেও, তটভূমি একদিন সাগরের  ব্যাথা মোচনের কাজ নিয়েছিল,
সাগর তীরের মৃদু ঢাল, সব যাতনা শুষে নিলে,
উত্তেলিত ঢেউ, শুধু শুস্ক বালি ঝেড়ে ফেলে,
দিগন্তস্তিথ আকাশের মিথ্যে প্রেমে মশগুল হতে ছোটে,
একাকী তটভূমি তাই, স্মিত বেদনা নিয়ে,
বালুকা প্রেমের হাতছানি আর সমুদ্র ঝড়ের কবলে,
দৃষ্টিহীন প্রায়