লোকের অপবাদ শুনতে গিয়ে
হটাৎ না অতীত মনে পড়ে গেলো l
মাঝে মাঝে চলার পথে
প্রাচীর এলে রং তুলি নিয়ে বসতাম,
আত্মহারা আমি সেদিন শিল্পী মনের ছোঁয়ায়
আনন্দে মেতে উঠেছিলাম,
পাশে কেউ ছিল না সেদিন,
শুধু ছিল একটা সুদীর্ঘ স্বপ্নের সাজানো বাগান l
বাগানের কণ্টকিত গোলাপ আর কিছু গুল্মকে,
বাঁচার রসদ আর শেষ ভালোবাসাটুকু দিয়ে
প্রাণ সঞ্চারিত হলে,
গোলাপ আর গুল্মের নতুন পাতা
গান ধরে অন্য সুরে l
শেষমেস মাঝখানের সামান্য বিরতিটুকু বাদ দিলে,
আমার মুখোমুখি শুধু আমিই l