প্রাণের তুমি
আমি কাব্যিক হলেও, এ নয় আমার মিথ্যে সাজানো কাব্যিক প্রলাপ,
এ আমার এক অপার্থিব জন্মদিনের কাহিনী |
আমার সেই পুনঃজন্মদিনে, এ পৃথিবীর এক অপার্থিব পাওয়া ছিলে তুমি,
আমার সমস্ত দুঃখ হতাশা র মুক্তি রূপে |
তুমি যেদিন প্রথম চুমু খেয়েছিলে,
সারা শরীর ভরে গেছিলো এক অজানা শিহরণে,
দৈহিক চাহিদা নয়,
অনাবিল সুখের ছোঁয়ায় |
তাই অন্য নতুন সম্পর্কের কথায় দম বন্ধ হয়ে আসে আজ,
তোমার শরীরের গোপন গন্ধ, মিষ্টি গোলাপের সুবাসে ভরায় আমার তনু মন |
লুকিয়ে তোমার চোখে চোখ রাখা, ছোট ছোট দেওয়া নেওয়া, অভিমান
তাই আমার মনের মোড়কে মুড়ে তোমায় দিলাম আজ |
আমার উষ্ণ নিঃস্বাস, তোমার প্রসস্থ নিটোল বুকের খাঁজে,
কোনোদিনও তোমার দুঃখকে ঘনীভূত হতে দেবে না |
তুমি দূরেই থেকো, তারার মতো দিনের আলোর গভীরে,
আর আমি, তুমিহীনা একাকিত্বের সুখে ভেসে যাবো চিরকাল |
আমাকে শুধু মনে রেখো |