ভেবেছিলাম আমার জীবন খাতার শেষের পাতাগুলো হারিয়ে গেছে
কখনো ভাবিনি, সেই শেষ পাতাগুলোতেই এতকিছু লেখা থাকবে
তাই প্রবল শঙ্কায়, শেষের দিকথেকেই উজান ভাঁটায় আমার জীবন তরী বাওয়া


এই সবে, আমার জীবনের সূচিপত্রে শেষ অধ্যায় রচিত হচ্ছে
প্রভাতী ঈষৎ উষ্ণ রবির ছটায় যেমনে নবকিশলয় দুলে দুলে ওঠে  
তেমন ই কাব্যিক বর্ণনায় |


আদরের উপবাসের দিন আজ শেষের পথে
তোমার সীমাহীন বিশ্বাস আমাতে,
তুচ্ছ লৌকিকতা তাই শুকনো পাতার মতো উড়ে যায়, প্রবল গতিতে |


আজ আমার গতিপথের দুধার রঙিন ক্যানভাসে মোড়া
আমার সব গান আর রংতুলিতে মিশে আছে তোমার ই ভালোলাগা আর অনুরাগ
সব ছোটছোট চাওয়া প্রতি সকালে আরো বড়ো হয়ে ওঠে
প্রাণের খেয়া তোমাতে ভাসে, বেহিসেবি চাওয়া-পাওয়ার দেওয়া নেওয়া |


শুধু এটুকুই জানি, ভালোবাসার স্রোতে ভেসেছি
অকুল দরিয়া কি না জানি না,
তাই আমি পথ হারাতে চাই সেই আদুরে দ্বীপ-শিখার সাথে
যার উষ্ণতা তোমার আলো জাগাবে চিরকাল |