প্রাণে যখন আঁধার ঘনায়, রঙের ক্ষুদা জোটে
ব্যাকুল আমার মনের আকাশ, রামধনু না ওঠে |


একলা বসে দিন যে গুণী, প্রভাত কখন হবে
আমার বেলা বয়েই চলে দুঃখের গহীন রবে |


হটাৎ কখন তন্দ্রা এসে, ভুলিয়ে দিলে ব্যাথা
নিদ্রা ভেঙে, খুলতে আঁখি, দেখি আলোর ছটা |


ফাগুন এসে ভাসিয়ে দিলো আমার জীবন তরী
কৃষ্ণচূড়া আবির ঢালে, বসন্ত দেয় চুড়ি |


সেই চুড়ি আর আবির নিয়ে, তোমায় রাঙাই আজি  
মিষ্টি মুখে আশীষ ঝরে হয়ে আতস বাজি |


দিনটা সবার রঙিন কাটুক, নিয়ে রঙের বাতি  
শুভ হোলির পরশএ তে এস সবাই মাতি |