হঠাৎ এদিন স্বপ্ন দেখি,
সে ই তো আমার প্রাণের মাঝে প্রাণ ।
একলা দুপুর জ্বালায় যখন
উঠোন আমার নিকিয়ে ওঠে, আজ সে বাঁচার টান |


সারথি আজ নিজেই তুমি
তোমার ঠোঁট ই পথ রেখা
সেই রথেতে চড়ে আমি
মিলনের ই দিন যে গুনি |


হঠাৎ কখন মিলন বানে
ভেসে গেছি তোমার টানে ।


তোমায় ছুঁতেই আঁধার আবেশ ।
ভাটা এসে সরিয়ে নিলে
নিমেষেতে আঁধার ঘোঁচে
তখন বুঝি ওই যে আঁধার
ছিল মিলন পরশ |


মিলন মোদের লজ্জা মোচায়
সরিয়ে লাজ, বসন খসায়
আকুল হৃদয় একদেহতে
লিন হতে লিন |


তাইতো বুঝি শীতের দেশে
শীতল শরীর তাপে ভেসে
হটাৎ কখন এনে দিলো
সেই মিলনের ক্ষণ |


সুপ্ত আজি মোদের আশা
পেলো যে এক নতুন দিশা
আকুল তব হৃদয় বলে  
এ এক পুন্য দিন |


এখন আমার ঘুম ভেঙেছে
স্বপ্ন গেছে টুটি
আমার পাশে আমি ই আছি
সবাই গেছে ছুটি