নাইবা পেলাম তোমার ছোঁয়া,
আমার নামে তোমার মনের বাগানে যে টগর ফুটিয়েছিলে,
তার সুবাস তো প্রতিদিন আমায় এক সুরভী সকাল উপহার দেয় |
নাইবা হলো তোমার কাঁধে মাথা রাখা,
তোমার দূরে ঠেলার যে ঢেউ আমি সয়েছিলাম,
তাতে আমার সারা শরীর আজ বাতাসেও প্লবিত |
নাই বা হলো তোমার আমার মিশে যাওয়া,
মিলনের প্রাক মুহূর্তে যে রং তুমি আমায় দিয়েছিলে,
সেই রঙে আমি আজ এক অসম্পৃক্ত রঙিন দ্রবনের অকেজো রামধনু,
মেরুহীন দ্রাবক তাই আজ আমায় খুঁজে ফেরে,
সমযোজী বন্ধনের আশায় |
চমৎকার জীবনমূখী প্রেমগাঁথা। শুভেচ্ছা অনন্ত।
প্রেম বিরহে জড়িয়ে থাক,
মননের এই সুন্দর বাঁক;
আপন প্রেমের এই মূরতি
রাঙিয়ে তুলুক প্রাণের রাগ।
প্রভাতী শুভেচ্ছা সহ প্রাণভরা শুভকামনা রইল।