মাঝে মাঝে কাঁদতেও ভয় পাই
পাছে সেই জলে অশ্রূসিক্ত হয়ে তোমার সর্দি লাগে |
আজ তাই চোখের জল নিজের কাছেই রাখি,
সাগর গড়বো বলে |


তাই, তুমি কখনো শুস্ক হলে,
আমার ভালোবাসার জোয়ারে ভেসো,
ভিজিয়ে নিও তোমায়, আমার আদর-সিক্ত ঝর্ণার পরশে |


যদি কোনোদিন আমাদের বন্ধন ছেড়ে,
আমায় বার্তা পাঠিও,
এই ধরতি তে নতুন সাগর প্রোথিত হবে,
সঞ্চিত সেই চোখের জলে |
সেদিন আমার দেওয়া ভালোবাসার জাহাজে আবার পাল তুলো,
সব দিগন্ত রেখা মুছে দিয়ে,
আছড়ে পোড় আমার বুকের পরে, সাগর বেয়ে |
আমি একাকী সমুদ্রতট হয়ে প্রহর গুনবো তোমার আগমনী-ভাটিয়ালি শুনে |
অনেক আলিঙ্গন তুলে রাখলাম আজ,
আমাদের ভালোবাসার ঘিজিমিজি-হিসেবের খাতায় |


আমার ভালোবাসা যদি সত্যি হয়,
এই ঘিজিমিজি-হিসেবের খাতা একদিন অনেক সন্মান পাবে,
এক মধুর ভালোবাসার পাণ্ডুলিপি হয়ে |