দিন গড়িয়ে বিকেল হলে, দিগন্ত আমায় ফেলে অনেক দূরে চলে যায়,
সারাদিনের প্রখরতা কাটিয়ে, রবি অভিলাষী হতে চায় আমায় নিয়ে,
আমি প্রানপনে ছুটতে থাকি সেই গোধূলির অভিলাষ ছুঁতে,
ঈষৎ উষ্ণ সমুদ্র বায়ু ধুয়ে দিয়ে যায় আমার সারা শরীর,
এলো মেলো হওয়ায় উলোঝুলো চুল আমার দৃষ্টিকে ঝাপসা করে দেয় কখনো,
সবুজ পথ পেরিয়ে, নুড়ি কাকড়ের পথে পদযুগল রক্তাক্ত হয়,
শ্রান্ত আমি ধুকপুকে হৃদয়ে দিগন্তে চোখতুলে চাইতেই দেখি কখন যেন সন্ধ্যা নেমেছে,
রবি তার অভিসার রেখে গেছে খণ্ড খণ্ড কিছু কাগজের পাতায় |