তুমি আবার হাসালে আমি হাসবো,
তুমি আবার কাঁদালে আমি কাঁদবো,
তুমি আবার ব্যাথা দিলে আমি ডুকরে উঠবো যন্ত্রনায়,
তুমি আবার আমার ঠোঁটে আঙ্গুল বুলিয়ে দিলে আমি সুস্থ হবো,
তুমি আবার আদর দিলে আমার আবার আদরের উপবাস ভাঙবে,
তোমার দৈনিক অকস্মাৎ চুম্বনে চুম্বনে আবার আমার দেহ সুঠাম হবে,
আমি মুক্তি পাবো এই দুর্যোগে |
তুমি আর একবার ভুলে গেলে আমি আর কবিতা লিখবো না,
আমার ভালোবাসার চির উপবাসী হবে তুমি |
সুন্দর প্রেমের ছোঁয়া । ভালো লাগল খুব।
ভালো থাকার শুভেচ্ছা।
চমৎকার!
প্রিয় কবিকে হার্দিক অভিনন্দন।
শুভেচ্ছা অবিরত।
অসম্ভব মনোমুগ্ধকর লেখা।
মন ছুয়ে গেল।
অনেক অনেক ভালো লাগল প্রিয় কবি।
বিপ্লবী শুভেচ্ছা রইল।
কুব সুন্দর। "
অপূর্ব প্রেমের প্রতিবেদন, খুব ভালো লাগলো, অনেক শুভকামনা রইল সন্মানিত কবি, সুস্থ থাকবেন।
আহাঃ কি চমৎকার লিখেছেন সম্মানিত কবি।।ভীষণ ভীষণ ভালো লাগল। শুভেচ্ছা রইল পাতায় ভালো থাকবেন সবসময়।
চমৎকার প্রকাশ,
প্রিয়- কবি
অতি সুন্দর লেখনীয় কৌশল
বেশ লাগলো আপনার লেখা পড়ে
ভালো থাকুন সব সময়
অসাধারণ ভাবনার অনবদ্য প্রকাশ ।
ভালো থাকুন, সুস্থ থাকুন প্রিয় কবি।
খুব সুন্দর বিরহী কাব্য। শুভেচ্ছা রইল।