উদয় হতে অস্ত, কত সৌন্দর্যের খেলা,
ধারন করিয়া এ কার ছবি? নয়কো মোটেও হেলা।
ধূসর জীবন করিয়া রঙ্গিন, একটু কাজের ছলে,
স্মরণ করিয়া মৃদু হাসিতে, ব্যস্ত টনক নড়ে।


প্রশ্নের মুখে নিজ, অস্থিরতা কিসে?
অনুসন্ধানে নষ্ট সময়, ব্যস্ত হয়ে কাজে।
প্রহর গড়িয়ে এলোমেলো সব, করিতে সমাধান
বীর বাহাদুর আসিয়া দ্বারে, নত মস্তকখান।


অজানা স্রোতে ভাসিয়াছি দেহ,
সামনের পথ জান নাকি কেহ?
কিসে মিলিবে আশা!
অতৃপ্ত হৃদয় খুঁজিয়া ফিরিছে গহীন ভালোবাসা।