শনিতে শান্ত, চিন্তায়মত্ত বরনে উচ্ছ্বাস ক্লান্তিহীন,
রবিতে আসিয়া বাধাগ্রস্থ, রাত্রি হল নিদ্রাহীন।


সোম আসিতে প্রহর গড়ায় অস্থিরতা লাগামহীন,
মঙ্গল দূর গম্ভীরতা, দিন শেষে হয় চিন্তাহীন।


বুধ বুঝায় নয় ছলনা, বারনে সকলে ঝামেলাহীন,
বৃহস্পতি আবেগে ভাসিয়া দেখিয়া বলে মানানহীন।


শুক্র তব ভাবিয়া না পায়, কোন পথ হবে যাত্রাহীন,
দিন গড়িয়ে বছর এলো তবু আমি সিদ্ধান্তহীন।