সর্বোচ্চ সাধ লোকে করে উপহাস,
তাই তোমার জন্যে আমার ছোট্ট এই প্রয়াস।
পূরনে দৃঢ় আমার রঙিন সপ্নগুলি,
সময়ের সাথে আজ এক করে চলি।
বিন্দু বিন্দুতে সিন্ধু, সে তো তোমার জানা,
পূরনে ব্যস্ত আমি, লোকের মুখে হানা।
বলে উঠে অপ্রয়োজনীয়, অবচয় খুব!
হেসে বলি জানিনা তব, এতেই আমার সুখ।
হাসির পাত্রে চুমুক দিয়ে অবিরাম,
সময় উত্তর হবে দিয়ে পরিত্রাণ।