কল্পনায় তোমার চুল ছুঁয়ে
ধরেছি নদীর হাত কয়েকশবার,
কল্পনায় তোমার স্বর্গীয় হাসির
সাক্ষী থেকেছি অনেকবার,
ঠোঁট পথে চিবুক হেঁটেছি অজস্রবার
আমার ঠোঁটের রঙিন জামা গায়ে,
দেখেছি তোমার নাকের নীচে
সূর্যের ওঠানামা সহস্রবছর ধরে
কল্পনার মায়াবী নদীর তীরে,
কাঁধ বেয়ে রেখেছি ছাপ
তোমার নাভির মলাট জুড়ে
কোনো এক কল্পনার দূরত্বহীন রাতে,
থমকেছি হঠাৎ আচমকা কোনো গলির বাঁকে
তুঁতের সাজে তোমাকে আসতে দেখে
ছুঁয়েছি তোমার সারাটা শরীর
শিরার বিছানা বেয়ে,
ক্ষত বিক্ষত লন্ড ভণ্ড কল্পনার রাতে
অনুভব করেছি মৃত্যু তোমার জিভের শীতে।I