পৃথা,
কি মহাজাগতিক তোমার অবস্থান
চরম তমসার দেওয়ালে ঠেস দিয়ে
দাঁড়িয়ে আছো আলোর দ্যুতি ছড়িয়ে,
গগণভেদি কোলাহলের ভিড়ে
কি উদ্দাম স্তব্ধতা তোমার চোখে মুখে,
যতবার দেখি তোমায়
অনুভব করি ততবার
তোমার আঁচল ধার করে
আকাশ হয়েছে নীল
সাগরের সাথে সন্ধি করে।


তুমি তো জানোনা পৃথা
তোমার প্রতিটা অংশ নিয়ে
আলাদা আলাদা মহাকাব্য লেখা যায়,
তোমার ছবির পারিপার্শিক সবকিছু
কবিতার উপন্যাসের রসদ বুনে যায়,
তুমি জানো না, তুমি জানোনা পৃথা
তোমার আত্মার প্রতিটি রোমগ্রন্থিতে
একেকটা মহাকাশ লুকিয়ে আছে
আবিষ্কারের অপেক্ষায়।।