নাম না জানা ফুল


এক নাম না জানা ফুল পথের ধারে
ফুটেছিলো তোমার জন্য,
নিজের অজান্তে পায়ে মারিয়েছো
করনি তাকে গণ্য।


পথের ধারে অবহেলায়
ফুটেছিল নাম না জানা ফুল
পরিচয় ছাড়া বেড়ে উঠেছে পথে
এটাই তার বড়ো ভুল।


পথেই ছিলো পরে
ফুলদানী জুটেনি তার,
পথের ফুল সে, তুচ্ছ অতি
দুষ্টু ভ্রমর ভালবেসে সঙ্গী হল তার।
অজানা সূরে অজানা কথা