তোমায় ভালোবেসে অনাবিল খুশি এসে
আমায় ভাসিয়ে নিয়ে যায়।
আমার গোপন চাওয়া তোমার প্রকাশ পাওয়া
মিলেমিশে একাকার হয়।
যা কিছু স্থবির ছিল, সব যেন প্রাণ পেল
কানে কানে প্রেম কথা কয়।
ফাগুন আগুন লাগে বয়সে উনিশ জাগে
সবুজে সবুজ মনোময়।
মনের দূরত্ব যত বাড়ছিল অবিরত
তারাও আপন মনে হয়
কোথায় হারিয়ে গেল, ভালোলাগা দিনগুলো
স্মৃতির পাতায় লেখা হয়।
অবহেলা, অনাদরে রেখনা আড়াল করে
পলকে হারিয়ে যদি যায়
অনুভবে ছুঁয়ে থেকো, কঠিন সময় এতো
করোনায় প্রাণ বুঝি যায়,
এখনো সময় আছে, লাগাম টা টানো,
বিকৃত রুচি যত সত্যতা মানো।