বৃষ্টি


   সারা আকাশ জুড়ে আজ মেঘের ঘনঘটা,
   মাঝে মাঝে আকাশ চিরে বিদ্যুতেরই ছটা।
   অঝোরেতে ঝরছে ধারা, ঝাপসা তাই দৃষ্টি,
  এতদিন পরে তবে কি আজ সত্যি এল বৃষ্টি ?
  এই কি তবে শ্রাবণধারা এই কি ভরা ভাদর।
  সত্যি করে বললে  পরে করব তোমায় আদর।
  রাস্তাঘাট ভরেছে জলে, পাখিরা করছে স্নান
  গাছেরা সব বড়ই খুশি, করে সে অমৃত পান।
  ওগো বৃষ্টি, থাকো কটা দিন, কালই যেওনা চলে
  নিজের খেয়ালে এসেছ তুমি বিদায় নিও বলে।


                                                                                 মিতালি চ্যাটার্জী